রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি অটোরিকশার গ্যারেজে ব্যাটারিতে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জহিরুল ইসলাম নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২ সে‌প্টেম্বর) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (মধ্যপাড়া) এলাকায় আটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জহিরুল ইসলাম উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (পশ্চিমপাড়া) এলাকার মৃত আমির খানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের সুমন মিয়ার রিকশার গ্যারেজে তার রিকশার ব্যাটারিতে চার্জ দিতে যায়। এ সময় গ্যারেজে পরে থাকা বিদ্যুতের তার অসাবধানতাবশত জহিরুল ইসলামের বাম পায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। 

পরে স্থানীয় এলাকাবাসী জীবন মিয়াসহ কয়েকজন লোক মিলে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানিয়েছেন সরাইল থানার ওসি মো. সোহাগ রানা।

টিএইচ